সফটওয়্যার পাইরেসি।

এটি এমন একটি অপরাধ যা আমরা নির্দিধায় করে যাচ্ছি ও এর মূল্য প্রতি পদে দিচ্ছি, তবুও আমাদের আক্কেল হচ্ছে না।

পাইরেসি আমাদের কাছে মামুলি জিনিস হয়ে গেছে৷ ফুচকা চটপটির মতো পাইরেসিও হজম করে ফেলি হালাল ভেবে৷

অনেকে আবার পাইরেসি কি জানেনই না! আচ্ছা আমি বলে দিই।

কোন সফটওয়্যার, ডিজিটাল মিডিয়া যদি আপনি যথাযথ মূল্য পরিশোধ না করে চুরি করে ব্যাবহার করেন তাহলে তা পাইরেসি বলে গন্য হবে৷

ভুয়া লাইসেন্সে উইন্ডোজ ব্যাবহার, ক্র‍্যাক করে ফটোশপ চালানো, ক্র‍্যাক করে আইডিএম ব্যাবহার এর আওতায় পরে৷

এখন অনেকে বলবেন এতে আহামরি দোষ কোথায়? সিরিয়াসলি? চুরিকে প্রশ্রয় দেন কিভাবে? যত ছোটই হোক আর যত বড়ই হোক চুরি চুরিই!

অনেকে বলবেন এতে ক্ষতি কি?
আপনার কম্পিউটার জঞ্জাল বানানোর জন্যে একখান ক্র‍্যাকড উইন্ডোজ যথেষ্ট!
আপনি নিজেকে ইনফ্যাক্ট করেছেন তো করেছেনই, পাইরেসির মাধ্যমে অন্যকেও উৎসাহী করছেন৷
একটা সফটওয়্যার বানাতে প্রচুর মেধা ও সময় ও টাকা খরচ হয়।
সফটওয়্যার এর মূল্য দ্বারা তারা রাতের খাবার জোগায়৷
তাদের মেধাশ্রমের মূল্য না দিয়ে ক্র‍্যাক করে তাদের টাকা মেরে খাচ্ছেন আপনি!

কিভাবে পাইরেসি থেকে দূরে থাকা যায়?
আপনি যদি চুরি থেকে নিজেকে মুক্ত করে মানসিক প্রশান্তি লাভ, ভবিষ্যত ডেভেলপারদের শ্রম পন্ড করতে না চান! তাহলে আপনার জন্যে রইলো শুভেচ্ছা ও ভালোবাসা!

আপনি যেভাবে পাইরেসি না করে লাভ করবেন!

ওপেন সোর্স সফটওয়্যার বা বিনামূল্যে উন্মুক্ত সফটওয়্যার মানবকল্যানের জন্যে তৈরী করা হয়৷ যাদের সাম্যর্থ নেই তারা এসব এপ বিনামূল্যে ব্যাবহার, মডিফাই, ভাগাভাগি করতে পারেন৷

মাইক্রোসফট উইন্ডোজের চেয়ে হাজারগুন সুবিধাসম্পন্ন অপারেটিং সিস্টেম জিএনইউ লিনাক্স৷ যা বিনামূল্যে পাওয়া যায়৷ আমি লিনাক্স মিন্ট চালাই আতে আমি ভিডিও এডিট ও গ্রাফিক্স ডিজাইন করি৷

ফটোশপ ও ইলাস্ট্রেটরের বিকল্প হিসেবে ব্যাবহার করুন গিম্প ও ইংস্কেপ। এগুলি কতটুকু ভালো হবে? Logos by nick চ্যানেলটি দেখার জন্যে আমন্ত্রন রইলো।
মাইক্রোসফট ওয়ার্ড এর বদলে ব্যাবহার করুন লিব্রে অফিস, ওপেন অফিস।

মূল কথা হলো, চুরিকে সহজ ভাবে নিবেন না। একটা অপরাধ সহজ হয়ে গেলে বাকিগুলো হতেও বেশী সময় নিবে না৷ ধন্যবাদ পড়ার জন্যে

Leave a comment